বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

এবার ঢাকায় আসার সম্ভাবনা ডি মারিয়ার

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ১০, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ

এমিলিয়ানো মার্টিনেজ এলেন। এবার বাংলাদেশে আসার সম্ভাবনা দেখা দিয়েছে আরেক আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ারও। মার্টিনেজকে যিনি ঢাকায় এনেছিলেন, কলকাতার সেই ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তই আগামী অক্টোবরে ডি মারিয়াকে ঢাকা এবং কলকাতায় আনতে যাচ্ছেন বলে জানা গেছে।

বুধবার এ সংক্রান্ত খবর কলকাতার সংবাদমাধ্যমগুলোতে চাউর হয়ে যায়। শতদ্রুর সঙ্গে বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনিও বলেছেন সে সম্ভাবনার কথা, ‘আগামী ২১ ও ২২ অক্টোবর কলকাতায় এবং তার পরদিন অর্থাৎ ২৩ অক্টোবর ডি মারিয়ার ঢাকা সফরের পরিকল্পনা করা হয়েছে। ঢাকায় কিভাবে তিনি যাবেন সেটি নিয়ে আমি এরই মধ্যে কাজ শুরু করেছি। কারা এর সঙ্গে থাকবে সামনেই হয়তো জানাতে পারব।’

গত জুলাইয়ে এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা সফর করেন। ওই সময় বাংলাদেশের সাধারণ ফুটবলপ্রেমীদের সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ না করানোর কারণে তুমুল সমালোচনা তৈরি হয়।

কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু জানিয়েছেন, ‘এবার যেন সব ধরনের ভক্ত ডি মারিয়াকে কাছে পান, তেমনটারই চেষ্টা করা হচ্ছে।’

গত জুলাইয়ে এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা সফর করেন। ওই সময় বাংলাদেশের সাধারণ ফুটবলপ্রেমীদের সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ না করানোর কারণে তুমুল সমালোচনা তৈরি হয়।

কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু জানিয়েছেন, ‘এবার যেন সব ধরনের ভক্ত ডি মারিয়াকে কাছে পান, তেমনটারই চেষ্টা করা হচ্ছে।’

সর্বশেষ - আজকের যশোর