বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে ইয়াবার থেকেও ভয়ংকর মাদক ট্যাপেন্টাডলসহ শহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় ৯শ পিছ ট্যাপেন্টাডলসহ বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে আটক করা হয়।আটককৃত শহিদুল ইসলাম সাদিপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
আজ শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে আসামী শহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ৯শ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।
আসামীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।