নিউজ ডেস্কঃ
যশোরের মণিরামপুর পৌরশহরের দারুল উলুম ইলাহিবক্স (কওমি) মাদরাসার ছাদে ওঠার সময় পড়ে গিয়ে অহিদুজ্জামান শাদ (১১) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সে ছাদের উঠার সময় পড়ে গিয়ে আহত হয়। শাদ মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের টেংরামারী গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের ছেলে।
মাদরাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন জানান, শিক্ষার্থী অহিদুজ্জামান শাদ মঙ্গলবার দুপুরে সবার অজান্তে তৃতীয়তলা থেকে চতুর্থতলার ছাদে ওঠার সময় সিঁড়িঘরের ফাঁকাস্থান থেকে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শাদের মৃত্যু হয়।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আশেক মামুন সুজা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান মাদরাসা পরিদর্শন করেন।
ওসি বলেন, কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।