শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

মুজিব সিনেমা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায়  ছাত্রলীগ নেতার মৃত্যু।

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ২০, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

আল মাহমুদ , রূপদিয়া (যশোর) থেকে।। যশোর-খুলনা মহাসড়কের রামনগর সৃজা মেটালের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় সোহাগ সাহা (২৬) নামে এক ছাত্রলীগ নেতার মুজিব সিনেমা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি শোক বিবৃতি প্রকাশ করেছে নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

এব্যাপারে নিহতের চাচাতো ভাই মিলন সাহা জানান,

বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিব সিনেমা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন সোহাগ সাহা।

 পথচারীরা তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

তিনি বলেন, খবর পেয়ে আমি যশোর জেনারেল হাসপাতালে গেলে দায়িত্বরত ডাক্তারের পরামর্শে সোহাগ সাহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করা সোহাগ সাহা নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও রূপদিয়া বাজারের ব্যবসায়ী। তিনি যশোর সদর উপজেলার ঘোড়াগাছা সাহা পাড়ার মৃত দুলাল সাহার ছেলে।

সোহাগ সাহার মৃত্যুর সংবাদ শুনে স্বজন,বন্ধু-বান্ধব ও রূপদিয়া বাজারের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার দুপুরে রূপদিয়া মহাশ্মশানে সোহাগ সাহার মরাদেহ সমাধিস্থ করা হয়।

সর্বশেষ - আজকের যশোর