কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও মনিরামপুর থানা পুলিশ যৌর্থভাবে ২১শে অক্টোবর মঙ্গলবার সন্ধায় মনিরামপুর উপজেলার ঝাপা বাজারের নার্গিস বেগম ও সাইদুর রহমানের দোকান ও বাসায় অভিযান চালিয়ে ৪৬৭ পিস ইয়াবা,২৫০ গ্রাম গাঁজা( ৫৮ ফুটলি/ টোপলা), মাদক বিক্রির ৬৫৪০ টাকা, ১ টি মোবাইল ফোন,৩ টি এনআইডি কার্ড (১টি অরজিনাল,০২টি ফটোকপি)সহ মাদক বিক্রেতা নার্গিস বেগমকে আটক করে । নার্গিস বেগম ঝাঁপা গ্রামের নুরুল ইসলাম মোল্যার কন্যা। তার স্বামী সাইদুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । এ অভিযানে আটক আসামীসহ মাদক দ্রব্য মণিরামপুর থানায় হস্তান্ত করা হয়।