সাতক্ষীরার কলারোয়ায় ভারতে পাচারের সময় আনুমানিক ৫৮ লাখ টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা। শনিবার দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটগাছতলা পাকারাস্তা এলাকায় তাকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারি মো. ফারুক হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেওড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। সীমান্ত এলাকায় ফারুক হোসেনকে আটক করে বিজিবির সদস্যরা। পরে তার ভ্যানগাড়ি তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত এই সোনার ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম যার মূল্য প্রায় ৫৭ লক্ষ ৭৩ হাজার ৭৪৩ টাকা।
স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটককৃত চোরাকারবারিকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।