হাসানুজ্জামান তূর্য্য, নিজস্ব প্রতিনিধিঃ
মোংলা বন্দর সৃষ্টির ৭২ বছরের মধ্যে ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে প্রথমবারের মতো একটি বড় চালান আউটবার (বহির্নোঙর) ফেয়ারওয়েতে নোঙর করেছে। লাইব্রেরিয়ার পতাকাবাহী এমভি মানা নামে বিশাল এই মাদার ভেসেলটি ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা নিয়ে সরাসরি মোংলায় আসার খবর নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান জানান, খুলনার রূপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে প্রথমবারের মতো একটি বড় চালান মোংলা বন্দরের আউটবার (বহির্নোঙর) ফেয়ারওয়েতে নোঙর করেছে। কয়লার এত বড় চালান মোংলা বন্দর সৃষ্টির ৭২ বছরের মধ্যে আসেনি।বন্দরের আউটবারে (বহির্নোঙর) নিয়মিত ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি কয়লা নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছে। জাহাজে থাকা ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লার মধ্যে ফেয়ারওয়েতে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন লাইটার কার্গোতে খালাস করা হয়েছে। এরপর বাকি ২৯ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে শনিবার রাতে জাহাজটি বন্দরের ২ নম্বর বয়ায় নোঙর করেছে বলে জানান এই বন্দর কর্মকর্তা।