প্রথমে শোনা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। পরে ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ্যে আসে, সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। জ়ুবিন গার্গের মৃত্যু নিয়ে কাটেনি এখনও ধোঁয়াশা। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৭ জন। স্বামীর জন্য সুবিচারের আশায় রয়েছেন স্ত্রী গরিমা শইকীয়া গার্গ। রবিবার সকালেও স্বামীর ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন তিনি। ২০০২ সালে তোলা এই ছবি। বিয়ের পরে একটি ম্যাগাজ়িনের জন্য এই ছবি তুলেছিলেন জ়ুবিন ও গরিমা। প্রয়াত গায়কের পরনে লাল পাঞ্জাবি। আর গরিমা পরেছেন রং মিলিয়ে শাড়ি। কপালে টিপ ও সিঁথিতে সিঁদুর। স্বামীকে ‘গোল্ডি’ বলে ডাকতেন গরিমা। স্বামীর উদ্দেশে গরিমা লিখেছেন, “আমাদের এই সম্পর্ক চিরন্তন। খুব শীঘ্রই আমরা আবার একসঙ্গে হব। তবে আপাতত আমাকে অনেক শক্তি দাও, যাতে তোমার সুবিচার পেতে পারি।” ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় জ়ুবিনের। প্রথমে শোনা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের।
পরে ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ্যে আসে, সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। সাঁতারের সময়ে জ়ুবিনের পরনে লাইফ জ্যাকেট ছিল না। তাই গরিমা আগেও জানিয়েছিলেন, জ়ুবিনের মৃত্যুতে তাঁর কাছে কয়েকটি প্রশ্ন কিছুতেই পরিষ্কার হচ্ছে না। তাই তিনি লিখেছিলেন, “আমরা আবার একসঙ্গে থাকব। খুব শীঘ্রই দেখা হবে, গোল্ডি (জ়ুবিনের ডাক নাম)। কিন্তু এই মুহূর্তে আমি এবং আমরা সবাই জানতে চাই, কেন তুমি শারীরিক ভাবে আমাদের ছেড়ে চলে গেলে। কেন? এটাই বড় প্রশ্ন। এই প্রশ্নটাই আমার ভাঙা মনকে কুরে কুরে খাচ্ছে। আমার উত্তর চাই।”
জ়ুবিনের মৃত্যু তদন্ত করছে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সদুত্তর না মিললে এই তদন্তভার তুলে দেওয়া হবে সিবিআই-এর হাতে।