বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর চালু হলো অপারেশন

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ১৬, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে অপারেশন । এখন থেকে রোগীদের আর বেসরকারি হাসপাতালে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। সরকার নির্ধারিত ফি প্রেগনেন্সি রোগীদের স্বল্প খরচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই অপারেশন করানো যাবে। সপ্তাহে নির্ধারিত দুই দিন এ সেবা দেওয়া হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, দীর্ঘদিন ডাক্তার না থাকায় ও কিছু যন্ত্রাংশ বিকল থাকায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে অপারেশন করাতে হতো। এতে অনেক অর্থের অপচয় হতো, এখন থেকে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে প্রতি সপ্তাহে দুদিন রোগীরা এই সেবা পাবেন। বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী নারীরা।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। তারা চান, স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হোক, যাতে গ্রামীণ জনগণ সহজেই উন্নত চিকিৎসা পেতে পারেন।

উপজেলার চেঙ্গুটিয়ার গ্রামের সেবাগ্রহীতা আসমা বেগম (৩২) জানান, আমরা এতদিন বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে বেশি টাকা দিয়ে অপারেশন করাতাম । এখন সরকারি হাসপাতালে অল্প খরচে এই সেবা পাওয়ায় আমাদের কষ্ট অনেকটাই কমে গেল। সপ্তাহে দুইদিন এ সেবা দেওয়া হবে। আধুনিক সেবার মাধ্যমে সরকারি ফি দিয়ে স্বল্প খরচে রোগীরা অপারেশন করাতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, আন্তরিক প্রচেষ্টায় বুধবার (১৫ অক্টোবর ) থেকে পুনরায় চালু হয়েছে অপারেশন। উপজেলার ৮ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা সিভিল সার্জন স্যারের নির্দেশে গাইনী সার্জন ডা. ইকবাল হোসেন ও আনেস্থিসিয়া ডা. দিদারইলাহী , আজ থেকে এই কার্যক্রম শুরু করেন।
অপারেশন পুনরায় চালুর হবার ফলে নিরাপদে সন্তান জন্ম ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরো বলেন, আপাতত সপ্তাহে দুই দিন এ সেবা দেওয়া হবে। পরবর্তীতে লোকবল পেলে সেবার সময় আরো বাড়ানো হবে

সর্বশেষ - আজকের যশোর