শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ময়মনসিংহে,আটক ২

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এসময় তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তবে এতে কেউ আহত হননি।শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ-আঠাড়বাড়ি সড়কের বিএনপি কার্যালয়ে এলাকার সামনে এ ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শাহনূরুল কবীর শাহীনের নেতৃত্বে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় মিছিল করতে না পেরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিলেন। এসময় বিএনপির কার্যালয় পাশে ডিউটি করছিল পুলিশ। হঠাৎ করে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন কয়েকজন যুবক। নিক্ষেপ করা ককটেলের মাঝে দুটি বিস্ফোরিত হয়। এসময় পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।বিজ্ঞাপনঅতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি। অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আজকের যশোর