সোমবার , ২০ অক্টোবর ২০২৫
৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

মিনি স্কার্ট পরে ভিডিয়ো করে, কখনও খোলা পিঠ দেখায়’, বিতর্ক ‘আধ্যাত্মিক’ তান্যা মিত্তলকে নিয়ে

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ২০, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

মিনি স্কার্ট পরে ভিডিয়ো করে, কখনও খোলা পিঠ দেখায়’, বিতর্ক ‘আধ্যাত্মিক’ তান্যা মিত্তলকে নিয়েএ বছরের ‘বিগ বস্‌’-এর অন্যতম চর্চিত প্রতিযোগী তান্যা। তাঁর বিলাসবহুল জীবনযাপনের গল্পে অবাক ঘরের অন্য প্রতিযোগী থেকে শুরু করে নেটাগরিক। যদিও শোনা যাচ্ছে, তিনি নাকি দৃষ্টি আকর্ষণ করার জন্যই এ সব বলেন। এমনকি নিজের পোশাকআশাক নিয়েও মানুষের মধ্যে নাকি ভ্রান্ত ধারণা তৈরি করেছেন। মালতী ‘বিগ বস্‌’-এর ঘরের অন্য প্রতিযোগীদের প্রশ্ন করেন, “তান্যার পোশাক দেখে কী মনে হয়, ও কেমন মানুষ?” এই শুনে অভিষেক বজাজ নামে এক প্রতিযোগী বলেন, “ও তো সব সময় শাড়িই পরে। দেখে তো মনে হয় খুবই সুশীল ও সংস্কারি।”সঙ্গে সঙ্গে মালতী জানান, এ ভাবেই মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করছেন তান্যা। মালতীর দাবি, শুধু পোশাক নয়, যে কোনও বিষয়েই নিজে যা নয়, সেটাই দেখাচ্ছেন আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলা নেটপ্রভাবী। মালতী বলেন, “তান্যা সতী-সাবিত্রী সাজার চেষ্টা করে। সবাই ওর এই দিকটাই দেখেছে। ও আসলে একেবারে অন্য রকম। ও মিনি স্কার্ট পরেও ভিডিয়ো করেছে। প্রকাশ্যে সায়া-ব্লাউজ় পরেও ভিডিয়ো করেছে। সেখানে খোলা পিঠ দেখা যায়। এই জন্যই ওকে নিয়ে হাসাহাসি হচ্ছে। তার কারণ, ও বলে এক জিনিস, আর করে অন্য কিছু। ও আসলে বড় খেলোয়াড়।”

সর্বশেষ - আজকের যশোর